বহু প্রাচীন কাল থেকে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে দেব তাদের গুরুত্ব অনেক, হিন্দু গ্রন্থ অনুযায়ী হিন্দুদের তেত্রিশ কোটি দেব দেবতা রয়েছে। তাই তো দেখা যায় প্রতিটি হিন্দু বাড়িতে বিভিন্ন দেবদেবীর মূর্তি থাকে, প্রতিদিন সকাল সন্ধে নিয়ম করে তাদের পুজো করা হয়। কথিত আছে সমস্ত দেব দেবীর মধ্যে আবার অত্যন্ত শক্তিশালী হলেন ত্রিলোকেশ্বর শিব।
যাকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আরাধনা করতে হয়, যদিও অল্পেতেই সন্তুষ্ট তাই তো দেখা যায় বাড়ির গৃহিণীরা কিংবা আইবুড়ো মেয়েদের মধ্যে এই শিব পুজোর বিশেষ ইচ্ছা রয়েছে। আসলে মেয়েরা একটু শিব ভক্ত হয়ে থাকেন আর তাই বাড়িতে নানান রকমের শিবের মূর্তি ছবি রেখে পুজো করে থাকেন কিন্তু শিব ঠাকুরের এমন অনেক রূপ রয়েছে যা বাড়িতে রাখা কখনই উচিত নয় এতে সংসারে ক্ষতি হয়।
বাড়িতে শিব ঠাকুর থাকলেই তাঁকে যেমন উপবাস করে রাখা উচিত নয় তেমনি এক ধরনের শিবলিঙ্গ আছে যেগুলি বাড়িতে রাখলে উপকারের থেকে অপকার বেশি হয়। যে সমস্ত শিবলিঙ্গের রং সাদা তা কখনওই বাড়িতে রাখবেন না বরণ কালো রঙের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। বাড়ি থেকে দূরে কোনও মন্দিরে যদি শিবলিঙ্গ স্থাপন করা হয় সে ক্ষেত্রে সাদা শিবলিঙ্গ স্থাপন করা যায়।