বাড়ি পরিষ্কার করার জন্য আমরা প্রতিদিন ঝাঁটা ব্যবহার করে থাকি। আমরা অনেকেই জানি যে ঝাঁটা দেওয়ার ফলে নোংড়া পরিস্কার হয়, তার সাথে অলক্ষীও দূর হয়।
কথিত আছে মা লক্ষী খুব চঞ্চল এবং মা চঞ্চল হলে আর্থিক সংকট এবং অভাব অনটন দেখা দেয়।
বাস্তুশাস্ত্র মতে ঝাড়ুর মধ্যে সাদা সুতো বেঁধে ঝাট দিলে মা লক্ষী মা লক্ষী কখনোই আপনার ঘর ছেড়ে যাবেনা। তাই ঝাড়ু কেনার পর একটি সাদা সুতো অবশ্যই বেঁধে নিন।

